হাত মেলেছি বন্ধু আবার
আমায় নিয়ে ভাবতে পারো
ভালোবাসার উপর এবার
আমায় নিয়ে পড়তে পারো।
ধর বন্ধু দুহাত ধর ছেড়ো না চিরকাল
প্রেমের মধ্যে ডুবাডুবি সাঁতার কাটে মায়াজাল।
ভালোবাসার রঙটা কেমন
মনের কাছে প্রশ্ন করি
হাতের কাছে পেয়েও তোমায়
চোখে করি আড়াআড়ি
ভাবলে কি আর ভাবনা কমে
আরও বাড়ে দ্বিগুন তার
মনে আমার রঙ ছিল বড়
তোমার সঙ্গেও ছিল ঢঙ
বয়স আমার হয়ে গেল এবার
ষোল ছেড়ে আঠারো পার
তুমিই কেবল ধরতে পারো
মনের বয়স বিশ না বার।
কবিতা : হাত মেলেছি বন্ধু আবার
রচনায় : অপূর্ব দাস