তোমার সাথে কাল দেখা হয়েছিল
বারে বারে যায় মনে পড়িয়া
শীতের সকালে শিউলি ফুল
যেন অকালে গেলো ঝড়িয়া
গোপনে থাক আমার কথা তুমিও থেকো না বলিয়া।

মিষ্টি সে দিন গল্পে রঙিন
ছিলেম আমি একুশ তুমি আঠারো
কবিতার বই নিয়ে আমরা দুজন  
পথ মাঠ ঘুরেছি রোজ হাজারো
আজো আমি ভুলিনি তোমার স্মৃতি
মন কাঁদে অভিমান করিয়া।

বুড়ো প্রজাপতির ঠোঁটে জোস্না পড়ে
প্রেমের উপাখ্যান হলে ধূসর
ভালোবাসা ফিরে আসে হৃদয়ে আমার
যেন আমি আজো সেই কিশোর!
তোমার সাথে দেখা না হলে মন পুড়তো মনে পড়িয়া।

অশ্রু সজল চোখে তোমার বিদায়  
ভরা নদী গেছে যেন শুকিয়ে চরায়
পুরনো প্রেম পুরনো স্মৃতি দাহ
দাবানল জ্বলছে মনে হৃদয়ে ক্ষত
মনের মানুষ গেলে বুকে বিরান লাগে
তারে খুঁজি নাম জপিয়া।