যে চোখে এঁকেছো কাজল
তার কি কোনো লাজ নেই
দেখছে সে আমাকে কখন থেকে  
তোমাকেও লাগছে আজ দারুণ,সেই!

নেই পরিচয় তবু চেনা চেনা লাগে
মনে হয় দেখেছি তোমায় কভু আগে
অনুরাগে অনুভবে বুঝেছি আমি
ভালোবাসা ছুঁয়ে গেল আমায় বুঝি।

দেখেছি তোমার ঠোঁটে পলাশের লাল
চোখে দুষ্টমি, রোদ্রে ভেজা গোলাপী গাল
এলোমেলো চুলগুলো বলছিলো কথা
ফুল হয়ে থেকে যাও আমার খোঁপায়।

কাঁকনের রিনিঝিনি আজো বাজে কানে
কথাগুলো সুর হয়ে আসে আমার গানে
কবিতার পাতা ছিঁড়ে বলেছিলে তুমি
পদ্যের কাছে আজো নতজানু আমি।

তুমি কিছু বলোনি সেদিন আমিও শুধাই নি
পরে ছিল পথে ক'টা গোলাপের পাঁপড়ি
আজ তোমাকে দেখে মনে পরে গেলো
সে দিনের সেই সোনালী ছবি
তুমি ভালো আছো আমিও আছি সেই
থাক না প্রেমের কথা দুজনের কাছে গোপনেই।