সুদূর তেপান্তরের মাঠে রূপকথার
এক বুদ্ধিমতী পাখি
দেখে আমায় নাভিজলে ডুব দিয়েছে
পাইনি খুঁজে মগডালে পৃথিবী।
তাকিয়ে ছিল মায়াবী শৈশব কোটার ভিতর
পথে দেখা সেই ভাঙাচুরা রাজার শহর।
সাপের লেজে বই লিখেছি বুড়ির দাঁতে
ইতিহাসের ঘুমপাড়ানী ব্যাঙ
নাগাল পাইনি বুকের ভেতর হাতের মুঠোয় হৃদপিন্ডের ঠ্যাং!
প্রখর বুদ্ধি খাটিয়ে কাক কলসির মুখোমুখি
রাজার তদন্তে বেরিয়ে এলো আমার হৃদয় হতে
ঘর বিমুখ এক টুনটুনি।