গীতা পাঠে সকলে রাখিয়ো মন
পেতে চাইলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ।
গীতা হল অমূল্য গ্রন্থ জীবের মাহাত্ম্য
সনাতনী সকলেই গীতা পাঠ করে নিত্য।
সাতশো শ্লোকের গ্রন্থ নাম তাই সপ্তশতী।
মহাভারতের ভীষ্মপর্বের ছোট্ট অংশ এটি।
গীতা সত্য গীতা সনাতন গীতা ভগবানের মুখনিঃসৃত বাণী
কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখান ধর্ম অধৰ্ম কি?
মানব জাতির জন্য গীতা শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ উপহার
জীবনের সত্য, জড়ো-জাগতিক অজ্ঞতা থেকে জীবের উদ্বার।
গীতা পাঠে বাড়ে দিব্যজ্ঞান মেলে জীবনের পথ নির্দেশিকা
স্বতন্ত্র ধর্ম গ্রন্থ গীতা তাই পেয়েছে শাস্ত্রীয় মর্যাদা।
নিত্য পাঠ্য শ্রীগীতা মনে রাখিয়ো স্মরণ
অষ্টাঙ্গ প্রণাম জানাইয়ো রাধাকৃষ্ণের চরণ।
কৃষ্ণ কৃপা পাইতে রোজ করিয়ো গীতা পাঠ
জীবনের যত দুঃখ কষ্ট কেটে যাবে ঝঞ্ঝাট।
কৃষ্ণ বিনে রাধা নেই রাধা বিনে কৃষ্ণ
ষোল নাম বত্রিশ অক্ষর জপ করিয়ো নিত্য।
হরে কৃষ্ণ নাম জপে কাটে জীবের সর্ব পাপ
কৃষ্ণ নাম রাখিয়ো মনে সবে না করিয়ো বিলাপ।
গীতা হল সত্য গ্রন্থ জীবনে সঠিক ভাবে বাঁচার পথ
মানেন বা না মানেন গীতা পাঠে পাবেন সাফল্য হবেন সৎ
কি উচিত কি উচিত না সব বিষয়ে আছে জ্ঞানগর্ভ নির্দেশ
বাঁচার পথ দেখায় গীতা মরার পরেও আছে উপদেশ।
গীতা সত্য গীতা সুন্দর গীতাই জীবনের সারাংশ
গীতা কৃষ্ণ গীতা অর্জুন গীতাই জীবনে আরাধ্য।