হতে চেয়েছিলাম ঝর্নার তলে কালো পাথর
ভুল করে হয়েছি ব্রহ্মপুত্র নদের জলধর।

হতে চেয়েছিলাম বাংলা বইয়ের কালো অক্ষর
বায়ান্নতে রক্ত দিয়ে ভেঙ্গেছে যারা বুকের পাঁজর।

হতে চেয়েছিলাম বট গাছের শীতল ছায়া
পাখি হয়ে উড়ে বেড়াই এখন ভিন্ন গাছে গিয়া।

হতে চেয়েছিলাম মানব দেহের দীর্ঘায়ু
বন্ধ ছিলো নারীসত্তার সবকয়টি জরায়ু।

হতে চেয়েছিলাম সবুজ ঘাসে ফুল ও তার ঘ্রাণ
সূর্য নিল আলো বৃষ্টি চাইলো জল প্রতিদান।

ফিরিয়ে দিতে দিতে সব চলে গেল শৈশব
আমার আর কিছু হয়ে উঠা হলো না,
গ্রহ, নক্ষত্র, উল্কা
শুধু মানুষ হয়ে রয়ে গেলাম আজও
পৃথিবীর গ্যালারিভর্তি দর্শক, আমি খেলোয়াড়
ঈশ্বরকে জিজ্ঞেস করে দেখ?
তুমি ছাড়া নেই কোনো দাবিদার আর

আমি বেদনার পেছনে, তুমি ভুলের ভেতরে কাঁদছো
এত কুয়াশা! তবু তোমার মাংসের গন্ধ আমার মুখস্থ।

কবিতা : এত কুয়াশা
লেখক : অপূর্ব দাস