একুশে ফেব্রুয়ারি এনেছে প্রভাতফেরি
রক্ত ঝরা দিনের কথা শোনো বলি বাঙালি।
সেদিন পলাশ ফোটেনি পিচঢালা পথে
রক্তে ছিল লাল
রাষ্ট্র ভাষা বাংলার দাবি,জনস্রোতে উত্তাল।
শহীদ হয়নি আমার ভাই রক্তে গেছে মিশি
আমার একুশ আমার বাংলা তোমায় ভালোবাসি।
মিছিল আসে মিছিল যায় রফিক তোরা কই?
আমরা আছি চেতনায় বসে রক্তে হৈচৈ
বাঙালি কাঁদে শ্লোগান গীতে
কবিতায় মুড়া স্মৃতি
একুশ মানেই বাঙলি আমি, বর্ণমালা পুঁথি।
আজো ধর্ম আছে বর্ণ আছে
আছে হিন্দু মুসলিম সমবেত
হাজার বছর পরেও থাকবে
আমার রাষ্ট্র ভাষা এক।
দেখছে বিশ্ব তাকিয়ে অবাক
আমরা হইনি বিলীন
বাংলা আমার মায়ের ভাষা
থাকবে চিরদিন।
যতই রাখো পথে কাঁটা আমরা কি বাঙালি কিছুতে রুখি?
একুশ মানেই আমার শিরোদাড়া উঁচু, রক্তে তরবারি।
একুশ আমার মুখের ভাষা রাজপথে চিৎকার
বাঁচার পণে ঝাঁপিয়ে পড়ি নিতে আপন অধিকার
একুশ আমার স্বপ্নগুচ্ছ সোনালি ভোরের স্বাদ
মুষ্টিবদ্ধ হাতের মুঠে শাসকের বরবাদ।