একটা চিঠি দিও হৃদয়ের খামে
দুই টাকা টিকেটের দামে
পরানের পাও যদি সঠিক ঠিকানা
জেনো আমিই তোমার প্রথম প্রেমিকা।
ভাসা ভাসা কুয়াশায় ডুবে থাকে মন
ভালোবাসা খুঁজে ফেরে আপনজন
দাঁড়ালে বুকের কোনে আবেগী আঁচল
কাঠগোলাপের ঠোঁটে আমার মরণ।
কাঁকনের কল্লোলে কাঁপে নয়নের ভূমি
প্রেমের পুলকে পুলোকিত পল্লব আঁখি
রূপের আগুনে পুড়াও কার মন তুমি
বেদনার বাতাসে এলোমেলো আমি।
ছুঁয়ে দেখি আঙুলে তোমার ছবি
শরতের রোদ মাখে কাঁশবন নদী
বুকেরখামে তুমি থেকো ফ্রেমে বন্দি
ভালোবাসা সবটুকু হৃদয়ের সুগন্ধি।
বুকখালি কবিতায় চোখ মেলে থাকি
মেঘ এসে পড়ে চোখে টুপটুপ হাসি
মাঝে মাঝে মনে করে কাছে এসো তুমি
একটা চিঠি দিও খামে আমি রাত জেগে আছি।