আমি সাগরের স্বচ্ছ জল
তুমি সূর্যাস্তের পড়ন্ত বেলা
সূর্য ডুবে আমার ভেতর
তুমি দাঁড়িয়ে দেখো অপরূপ লীলা।
অপূর্ব এ সন্ধিক্ষণে
প্রেমের আগুন লাগলো মনে
ভাবনায় তুমি যাচ্ছো চাতুরী খেলে
আমি ফতুর হচ্ছি তবু তোমায় ভালোবেসে।
সাগরের জল নাকি রক্তিম সূর্য
কোনটা তোমার ভীষণ প্ৰিয়
একটা সেলফি তুলে দিচ্ছি তোমায়
সময় করে আমায় জানিয়ে দিও।
ডুবে ডুবে জল খায় সাগরে সূর্য
তৃষ্ণার্ত ছিল বুঝি এতকাল?
তোমার হাত ধরে হাঁটছি আমি
দেখছি সাগরে সূর্যের উদয়াস্ত সমান্তরাল ।
একটা বিরল সেলফি দিচ্ছি তোমায়
জানিনা আবার কবে পাবে
তোমায় নিয়ে কাটাবো জীবন এভাবে
সাগর সূর্য যেমন আছে আলিঙ্গনে।