যাওয়ার টিকেট নিয়া আইছি
ভিড়াই রাখো ঘাটে নাও
দম গেলে যাইবো মইরা
এখন মাঝি বাইয়া যাও।
পুলা মাইয়া কানবো বসে
চিতায় দিয়ে অগ্নি ঘি
শ্রাদ্ধ পিন্ডি দিয়া তারা
আমায়, পাড় করিবে বৈতরী
বৈঠা ধর শক্তে মাঝি
উজান ভাটি একটু চাও।
কাজ করিলাম ভাল মন্দ
হিসাব করলাম নারে ভাই
যাবার সময় চেয়ে দেখি
সঙ্গী সাথী কেহ নাই
ভবের মায়া ছাড়লে আমি
তুমি আইসো পরের নাও।
থাকতে আমি চিনলাম নারে
জীবন কি ধন নয়নে
কত যোনি পাড় করিলাম
মানব জনম নিতে রে
ভাই,মানব জনম নিতে
ধন রাখিলাম কারি কারি
যাবার বেলায় সব উধাও।