তোমার জন্য মন খারাপ আমার
ঘুরতে যায়নি সমুদ্র পাহাড়
জলের নীচে জলপরী বাগান
সুর করেছি প্রেমের একটা গান।

তোমার জন্য পুরুষ জন্ম
গায়ে একশো চার ডিগ্রী জ্বর
মুছিয়ে দিও কপাল আমার
জলের পাশে রেখেছি কাপড়
কথার পিঠে কথা ছিলো বাকী চোখের কোনে জলের জোয়ার।

আবীর হলে রঙে রঙে মিল
রঙিন করে দোলের আসর
প্রেমের চোখে কাঁচা হলুদ শাড়ি
বসন্তে আজ সাজাবো বাসর
কষ্ট আমার ছুটছে মেঘের বাড়ি বৃষ্টির লাগি বন্ধ ছিলো দ্বার।

মুচকি হাসে সরস্বতী ঠাকুর
ভাগ্য শুনে করতলরেখায়
তোমার পাশে ছবির মতন মানুষ
ভাবলে কিন্তু আমাকেই দেখায়
ধরতে গেছি সুতোয় কাটা ঘুড়ি তোমার ছিলো গোলাপ দরকার।

তোমার জন্যই আজ করেছি বাহানা
ফিরিয়ে দেইনি মুখের মুগ্ধ হাসি
পলক ফেলে দেখতে যদি আবার
হাতে ছিলো গোলাপ একগুছি
গোপন করে রেখেছি প্রেম বুকে হাত রাখোনি হৃদয়ে একবার।