বাতাসে ঘাসের ঘ্রাণ নিয়ে ভেসে আসে ব্যাঙের ডাক
সীমান্ত দিয়ে ঢুকে পড়েছে রাম,হুইস্কি, ভদকা
দুর্গা কালী এসে ঘুরে গেল এবারও বাংলাদেশ
কাঁটা তার ভেরা দিয়ে রেখেছিলো যেন কারা?
চাঁদের চারদিকে ফুল আর পাখি
চাঁদ খাচ্ছে রোমান্টিক প্রেমিক প্রেমিকা
প্রজাপতি উড়ে আসে নাগরদোলায়
উষ্ঠ যুগলে তোমার পূর্ণিমা ঘুমায়।
সবুজ ঘাসের ওপর হেঁটে যায় জলপাই হলুদ ফড়িংয়ের রঙ্গিনী
ভোর আসে ফুলের নিচে বিজলি তারে
আমার মাতৃভাষা বুঝে না সুন্দর মুখের মেয়েটি।
চোখ পেয়েছে ভোরে খানিক শান্তি
গাই বাছুরের সোহাগী ডাক হামম্বা
সাদা জোড়া কবুতর নতুন সংসার
তোমাকে বুঝিয়ে দেয় পুরুষের ক্ষুধা।
প্রতিবেশি তোমার পরম স্বজন
অন্তিম প্রহরে দেখবে শেষ নিঃশ্বাস
ভুলে যাবো আমরা দুজন সেদিনের কথা
গভীর রাত্রে দেখা নৌকা বিলাস।