দুর্গা আসবে
তোমরা না চাইলেও দুর্গা আসবে
দুর্গা আসবে ঘরে ঘরে,নগরে নগরে
শরৎ,শিউলি,কাশফুল,পদ্মপাতা বিলে
দুর্গা আসবে।

দুর্গা আসবে
শঙ্খ উলুধ্বনি ঢাক কাশর ঘন্টা বাজিয়ে,দুর্গা আসবে।
দুর্গা আসবে
মণ্ডপে মন্দিরে দেবালয় শ্মশানে
শহর গ্রাম আকাশ রৌদ্রে,রঙিন প্যান্ডেলে
দুর্গা আসবে।

দুর্গা আসবে শিশুর নতুন পোষাক ঝলমল আলোতে
দুর্গা আসবে অঞ্জলি প্রার্থনা মায়ের শাড়ি, বাহারি নাচে। দুর্গা আসবে।

দুর্গা আসবে মন্ত্র শ্লোক অগ্নি বায়ু বৃষ্টিতে
দুর্গা আসবে শাখা সিঁদুর যজ্ঞ কুমারী নারীতে
দুর্গা আসবে।

দুর্গা আসবে নদী পাহাড় সাগরে
অসুরের বুকে ত্রিশূল চালিয়ে  
দুর্গা আসবে নৈবেদ্য ফুল ফল ধূপ প্রদীপ মাটির ঘটে।

দুর্গা শুধু খর মাটিতে গড়া মূর্তি নয়
ভেঙে দিলেই মন থেকে মুছে যাবে সমুদয়
দুর্গা আলোর জ্যোতি,অনন্ত শক্তির  আদি
দুর্গা দেহের আত্মা সম নেই তাতে ব্যাস পরিধি।
দুর্গা মানে জগৎ জননী
সর্বভূতেষু সনাতনী।