একটা কষ্ট ছিল তোমার আমার মনে
হৃদয়ের কোনে কোনে
বুকের মধ্যে বিকেল ঝুলে
সূর্য উঠতে দেরি
আমার চোখের জল তোমাকে কিছুই
বলেনি।
সুতোয় কাঁটা ঘুড়ি আমার
পড়লো তোমার ছাদে
দ্রোহকালের মধ্যে আছি
আমরা দুজন ঝুলে
ভাঙছে হৃদয় ভেতর থেকে
শেষ শিশিরের গন্ধে
চন্দ্রবতী চাঁদ দেখেনি মেঘ বসেছে বেঁকে।
কাগজের নাও মাথা গুঁজে জলের বুকে চলে
তোমার হাতে আমার আঙুল জড়িয়ে গেল ভুলে
বৃষ্টি এলে বলে দিও তোমার মন খারাপি ঢঙে
অভিমানের দৃশ্যপটে কাগজ কুচির রঙে
ওঠে নামে জলোচ্ছোস বুকের জলাধারে
রোমকূপে শিহরণ স্নায়ু সংলাপে
খুলে গেলে হৃদয় গ্রন্থি জমে না প্রেম রসায়ন
আমার একলা থাকা মনকে
আজ তুমি ছাড়া সামলাবে কে।
কবিতা : দ্রোহকালের মধ্যে আছি
লেখক : অপূর্ব দাস