দৌড় দৌড় দৌড়,দে দৌড়
গগণে মেঘ করছে ঘোর ঘোর
কালো মেঘের ডাক পড়েছে
চারদিকেতে হৈচৈ শোর।

গরু মহিষ ছুটছে দৌড়ে
দিক বেদিক দক্ষিণ চরে
মাঝির হাতে বৈঠা কাঁপে
পালের নৌকা বাতাসে দোলে।

ধানেরশীষ দোলছে দোদুল
জলে সাদা নীল কঁচুরি ফুল
উঠোন চালে ছড়িয়ে আছে
কাঁচা কাঁচা আমের মুকুল।

জামাই মেয়ে আসলো বাড়ি
পিঠা ভাজবে সন্ধ্যার সাঁঝে
কপাল পুড়লো কালীর মার
শুকনা চাউল মেঘে ভিজে।

মেঘের কি আর শরম নাই
আনবে জল অসময়ে,
একটু আগে রোদ দেখেছি
এখন কেন বৃষ্টি পড়ে?

দৌড়ে যাচ্ছি ইস্কুলেতে
বট গাছের ঐ ছায়ার নিচে
খাঁচা মাথায় দিয়ে কৃষক
বাড়ি ফিরছে গরুর লাঠি হাতে।