ক.
দিয়ে ছিলে ধুতুরার ফুল সেই কবে
শুকিয়েছে গন্ধ
আমার ছিল দ্বিধাদ্বন্দ্ব
তুমি বললে আমার প্রেমে হয়েছো অন্ধ।
খ.
বুকের মধ্যে ভালোবাসা মুঠি মুঠি থুই
আমি মরে গেলেও ভালো থাকিস তুই।
গ.
আমার ব্যথা তোমার ব্যথা হোক
হৃদয় পঁচলে দুজন মিলে বইবো তার শোক।
ঘ.
বুকের ভিতর বিশাল নদী
বললি সাঁতার দিবি তুইও
ভাসতে ভাসতে পাহাড় পেলে
সংসার পাতবি, কুঁড়ে ঘরও।
ঙ.
দাঁড়িয়ে আছো দুয়ারে
হৃদয় করছে বিলাপ
এতদিন পর আবারও কেন
দংশীলে সেজে সাপ।
চ.
আমার প্রাণ কান্দেরে কিসের লাগিয়া
আমার প্রাণ বন্ধু আছে যে হৃদয়ে জাগিয়া।
কবিতা : ধুতুরার ফুল ও কয়েকটি নীল পদ্ম
লেখক : অপূর্ব দাস