আলোর মতই সত্য আমি তোমার প্রেমের আগন্তুক
ভালোবাসায় ভীষণ অগোছালো বলে গুছিয়ে নিচ্ছি বুক
মানুষ হলেই সব মানুষ নয় নদীর মতো নরম
বাঁচতে গেলে নারী লাগে চোখের লাগে শরম
তোমাকে স্পর্শের আগে আঙুলের ফাঁকে আঙুল নিয়ে নিজেকে করেছি শাসন
আমার চোখ চেয়েছিলো স্বর্ণমুদ্রার বদলে
তোমার প্রণয়পত্রের উত্তরে আমার সম্বোধন
কার হাত দিয়ে অঞ্জলি নিয়েছিলো ভগবান,
মরদেহ কে করেছিল ভস্ম পুড়িয়ে?
পাগল যেমন পাইনা খুঁজে পরশ পাথর
আমিও তোমাকে খুঁজেছি শহরে শহরে বিস্তর
শাড়ির আঁচল দিয়ে চোখের অশ্রু মুছে দিলেই কি থেমে যায় অন্তরে অনন্ত ঢেউ
প্রণয় সত্য বলেই আজো প্রাণপ্রিয় তুমি
চিত্তের চঞ্চলতায় চালাকি চালাতে পারে নাই কেউ
আজো আমার কবিতার লাইব্রেরিতে সাঁতার কাটে ভালোবাসা
পাঠিকারা সব পাখি হয়ে উড়ে, গান গায়
তুমি শুধু বুকের নদী হতে , আরেক অংশ হয়ে দূরে বেঁকে গেলে। আমার ডাকবক্সে তোমার আর কোনো চিঠি কেউ ফেলতে আসে না, এমনকি তুমিও...।
কবিতা : ডাকবক্সের ভালোবাসা
লেখক : অপূর্ব দাস