বুঁদবুঁদ বুঁদবুঁদ বাড়িল বুকে স্রোত
চোখ চায় চরাচরের চৈত্রে
তোমার নয়নের বান চতুর হইলো
বিধিলো আমার বদির বক্ষে।


কবিতা : চতুর নয়ন
লেখক : অপূর্ব দাস