আমি আপন আলোয় চিনি নি মনিহার
সে যে ছিল তোমার প্রেম,গোপন অভিসার
ছোট ছোট ভুলে ভাঙে স্বপ্ন সংসার
হৃদয় থাকলে কিছু বেদনাও বুকে দরকার।
জলে ভিজে নগ্ন শরীর রাতের পূর্বরাগ
মন ভেঙে গুঁড়ো গুঁড়ো পিঠে চাবুকের কালো দাগ
ওষ্ঠ কাঁপে শিরশির ভিতরে তোমার শিশির চুম্বন
খালি খালি লাগে বুকের গভীরে
চাইছি একটু তপ্ত আগুন।
ভালোবাসা উতলেছে নাওনি দেবাঞ্জলি
এবার তো দেহের ছিঁড়ো কিছু কুসুম কলি
আবার বোধন হোক অসুর নিধন হোক
চল ফুল সজ্জায় ছোবল খেলি।
রক্ত কণিকায় মিশে আছি নারী
কিভাবে ভুলিয়ে দেবে আমার জন্ম হার ?
এটা তো তোমার আমার ছিল সাজানো গুছানো সংসার।
হৃদয় দহন নিচ্ছে ছুটি
খোলা যমলোকের দ্বার
পারো যদি ছিনিয়ে নিও আবার
আমার চোখের তলের অন্ধকার।
অন্ধ অনুরাগে ঘুরে যাক পূর্ণিমা হৃদয়ের অলিগলি
ভালোবাসা খেলুক পাশা নির্জনে অহর্নিশ
তুমি সম্মতি দিলেই হব সাপুরি
দুহাতে তুলে আনবো নাগ নাগিনী
বিষের জ্বালায় মরে যাবো দুজন দিবা নিশি
নয়তো চল আমরা দুজন আবার ফুল সজ্জায় ছোবল খেলি।