চলিতেছে শব্দদোষণ
রাস্তাঘাট রেললাইন ঘরের কোন
মাইকের আওয়াজ হাট বাজারে
সামনে আছে ইলেকশন
একটু চাপেন বলছি দাদা
পিছনে গাড়ি দিচ্ছে হর্ন
স্কুলে যাচ্ছে শিশুকিশোর
পরে নতুন ইউনিফর্ম
গরমে অতিষ্ঠ রিক্সাওয়ালা
জিরিয়ে নিচ্ছে একটু দম।
বিগড়ে যাচ্ছে মনের ওজন
দাঁড়িয়ে নিচ্ছি চাপ অনেকক্ষণ
প্যাএএ পুউউঊ হর্ন আর কত বাজান
থামেন না দাদাভাই অল্প কিছুক্ষণ।
মাঝরাতে ঠাস ঠুস্ আতশবাজি
হৈচৈ চিৎকার শব্দে ফোটে পটকা
মদ খেয়ে করছি দাদু আনন্দ
একটু ফুর্তি, মাইন্ড করোনা বড়দা।
অমুক ভাইয়ের আজ জন্ম বার্ষিকী
কাল হবে নেতার আম্মার
খিচুড়ি খাবে গরীব ভিখারী সব
আমরা মদ খেয়ে নাচ দেবো সাম্বার।
আমরা এলাকার হর্তাকর্তা, মানব
দরদী! তুই বলার কে শালা ?
ভোট চাইলেই ভোট দিবি
নয়তো মেরে ভেঙে দেবো হাড়গুড়
ছুটাবো পায়ের নলা ।
বলার কে আছে দাদা ওদের?
বলবে যে নেতা শালা
ওতো জিম্মি করে রাখছে এলাকা
ওড়াই তো ওর চেলা।
কথা বলো দাদা খুব সাবধানে
যদি ভেসে যায় কারো কানে
শব্দদোষণ হোক কিংবা বায়ু দোষণ
তুমি থাকবে নির্ঘাত শ্মশানে।