এক কাপ চায়ে কি সারাদিন কাটে
বন্ধুরা মিলি যদি সকালে বিকালে?
নাস্তার টেবিলে পড়ে থাকে সিগেরেট
ফেসবুকে রটে যায় আমাদের নটিচ্যাট।

কেউ করে গপ্পো হাতে মারে ইশারা
বুকেতে লাগে টান খিলখিল চেহারা
চা নিয়ে বসে আছি একটাই কেদারা
মন ভালো করে দেয় বন্ধুর মসকরা।

চলে গেলে বাড়ি ফিরে কাটে না তার রেশ
আড্ডার মাঝে থাকে গালি গল্প সারাদেশ
একথালে খাই সবাই নেই কোনো ভেদাভেদ
ধর্মকে বলি তুই চলে যা নিরুদ্দেশ।

রাগ গুসা অভিমান তুই ভারি শয়তান
ঘামে ভেজা দুপুরে গলা ছেড়ে ধরি গান
বুক পকেটের ছবি কত কাব্য কত কবি
রঙে মাখা দিনগুলি সব্বাইকে বলি।

ছোড়িগুলো শাড়ি পড়ে একরঙা পরিপাট
চশমার ফাঁকে দেখি চোখে তার  প্রেমরাগ
ঘুড়ি উড়ে যাই দূরে সারাদিন পাকনামি
সন্ধ্যা বিকালে আবার চায়ের আড্ডাতে মজি।

হারিয়েছি কত কিছু কত বন্ধুর মন
এককাপ চায়ে আজও পড়ে থাকে চুম্বন
কাক ডাকে ভোর বেলা নির্মল বাতায়ন
চা নিয়ে কেউ আর করে না কোনো আয়োজন।

নাস্তার টেবিলে ওরা গুটিকয় ছোঁড়া
মনে পড়ে যায় বন্ধু চায়ের কাপে ধোঁয়া
সাবধানে হাঁটি ফিরি সাবধানে নামি সিঁড়ি
ওরা কপি করে যায় আমাদের পুংটামি ।

ভালো থেকো বন্ধু ভালো আছি আমিও আজ
এক কাপ চায়ে রেখো আমার কিছু সংলাপ
ভুল হলে বলে দিও তোমার অভিমানী মনকে
যে যেখানে আছি সবাই থাকি যেন খুব সুখে।