স্বপনে এসে বন্ধু পরানে দেয় শিস
কিছু ফুলে আছে মধু জানি
কিছু ফুলে বিষ
আমার উঠোনে আসে ফর্সা রোদ
রাতে আসে চন্দন চাঁদ
ভ্রমর হয়ে বন্ধু সব ফুলে যেও না
অবুঝ হৃদয়ে তোমার পড়বে রমণী ফাঁদ
পলক ফেরাবে তুমি ফিরবে কি দৃষ্টি
টুপ করে আসে প্রেম এক হৃদয়ে একটি
প্রিয়তমা প্রিয়তমা বলে প্রেমের চিঠি
লিখি নাই তো কখনো আমি একটি
প্রেমে পড়ে আমি চাঁদের উপর তোমায় নিয়ে হাঁটছি
কি সুন্দর -সুন্দর হাঁটছি।
কবিতা : চাঁদের উপর তোমায় নিয়ে হাঁটছি
লেখক : অপূর্ব দাস