দূর আকাশে একটি তারা চেয়ে
প্রেমের কাব্য সাজাই আমি তোমার মনে গিয়ে
তোমার পথেই আমি হেঁটে যাই
গভীর রাতে চাঁদের আলো ছোঁয়ে
ভালোবাসা কারে বলে সই
চাঁদের আলো মুখে করে আনন্দ থৈ থৈ
আমি তোমার মনের ভিতর ভরদুপুর
বাড়ির পাশে লুকিয়ে করি ঘুরঘুর
অষ্ট প্রহর নষ্ট করি তোমারই লাগি
মুখে মুখে প্রেমের কথা যায় বহুদূর।
অল্প কথায় ভরে না মন করে অভিসন্ধি
চাঁদের জ্যোতি তোমার মুখে আমি রাতে খুঁজি
মাতাল হল জোসনাটা আজ
ভালোবাসার লাগি
চল দুজনে পরানে খোলে চাঁদের আলো মাখি।
প্রেমের তরী যাচ্ছে চাঁদের দেশ
হাঁটছি দুজন দূরে আকাশ নিরুদ্দেশ
চুপিচুপি চলছে নদী রাত পোহানো বাকি
ভালোবাসার গন্ধ এসে দিল মনে ওকি।
রাত সেজেছে তারায় তারায় নদীর ঢেউ বুনছে কাব্য
জোছনা মিশে আকাশটাকে করেছে চাঁদ পাঠ্য
রঙিন মনে ঘুড়ি উড়াই তোমার সঙ্গ পেয়ে
যত্নে রেখো হৃদয়খানা প্রেমের পরশ দিয়ে।