চাইনা তোমার ভালোবাসা করছি একটাই দাবি
আমার যাবজ্জীবন কষ্ট হলেও
চাইছি তোমার হৃদয়ের ফাঁসি।
তুমি ছাড়া খালি খালি এ হৃদয় উজাড়
বোকা মন বিষ খেয়ে হয়েছে অসাড়
কারে তুমি ভালোবাসো চাঁদ প্রহরে থাকি
আমি তোমার মনেই ছিলাম দগ্ধ আগুনপাখি।
চাইনা তোমার ভালোবাসা করছি এখন একটাই দাবি
আমার যাবজ্জীবন কষ্ট হলেও
চাইছি তোমার হৃদয়ের ফাঁসি।
ওজন করে দিলে কষ্ট জলে গেলাম ডুবে
বিষের ছুরায় হৃদয়টাকে কাটলে আদর করে
বৃষ্টি তোমার ভীষণ প্ৰিয় আমি তবে কি?
আমার যাবজ্জীবন কষ্ট হলেও
চাইছি তোমার হৃদয়ের ফাঁসি।
কাঁথা মুড়ে বুকের ব্যথায় দিয়েছিলাম ওম
চন্দ্রমুখীর চোখে ছিলো ছলনা আগুন
মেঘের কাছে নিঝুম রাতে পাঠিয়ে দেবো চিঠি
চোখ ছুঁয়ে নামলে জল বৃষ্টি হবো আমি
ভীষণ রকম সত্যিটা আজ সিঁড়ি ভেঙে নামি ।
আমার যাবজ্জীবন কষ্ট হলেও
চাইছি তোমার হৃদয়ের ফাঁসি।