তোমার সাথে আমার ব্যবধান
মাটির কবর আর চিতার শ্মশান
তুমি শোন আয়াত আযান
আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম।
তোমার ভেতর আমার ভেতর দেহ একখান
ষষ্ঠ ইন্দ্রিয় রক্ত মাংস সমানে সমান
আকাশ বাতাস পানি মাটি অগ্নি সমুদ্র
ঈশ্বর দিয়েছে সবই তোমার আমার জন্য
তুমি আর নারী, নারী আর আমি একই প্রেম অঙ্গ
বারবার আমরা মানুষ হই মায়ের গর্ভে নিয়ে জন্ম
তোমার সাথে আমার শুধু এতটুকুই ব্যবধান
তুমি বল কবুল, আমি অগ্নি স্বাক্ষী মাল্যধান।
কবিতা : ব্যবধান
লেখক : অপূর্ব দাস