বৃষ্টি পড়ুক মিষ্টি সুরে কাঠগোলাপের পায়
দেখবো তোমায় বাদল দিনে খোলা নিটুল পায়
সাগর পাড়ে দৌড় দিয়েছে জলের কিছু ঢেউ
তোমায় ছুঁতে ইচ্ছে করছে বলছে মনকে কেউ।
ফতুর হয়ে যাবো আমি ফুলের গন্ধ শুকে
সেই ফুলটার নাম দিয়েছি তোমার নামের স্থলে
আমার মনে একটি কাব্য ডাকছে নাম তোমায়
বৃষ্টি কাঁদুক ফোটায় ফোটায় পড়ুক আমার গায়।
বৃষ্টি পড়ুক সকাল দুপুর উদলা গায়ে রোদ
তোমার শাড়ির একটু পানি আমার মুখে পড়ুক।
আটকে গেছে চুলে বিকেল মেঘ ডুবে যায়
ভিজলো মনে কয়েকটা ফুল তোমার প্রতীক্ষায়।
ইচ্ছেগুলো উড়ছে উড়ুক তোমার উঠোন জুড়ে
আমি তোমার মনের কথা পেয়েছি দুপুরে
শহর ছেড়ে যাচ্ছি আমি ভাল থাকবার ভুলে
তোমার কথায় সঠিক ছিল মরবো জ্বলে পুড়ে
এখন তোমার বর হয়েছে ঘর হয়েছে আপন
আমার ইচ্ছে নিচ্ছে ফাঁসি তোমার মনের কারণ।