বৃক্ষ আমার বুকের বাকল হৃদপিন্ডে আয়ু স্থান
নিজে বাঁচো প্রজন্ম বাঁচাও বৃক্ষ কর রোপন দান।
বৃক্ষ আমার বাল্যবন্ধু সবার উপরে তার প্রথম স্থান
মাতৃগর্ভে জন্ম নিলেও নিঃশ্বাসে শুদ্ধ বায়ু অক্সিজেন তার অবদান।
শ্রী রেখেছে পরম্পরা বাপ দাদাদের ভিটাবাড়ি
সবুজছায়া লতাপাতায় পুষ্প মুকুলে মোদের বাড়ি।
বৃক্ষ আমার প্রেমের সাক্ষী প্রথম প্রেমে প্রীতি উপহার
ভালোবাসা কৃতজ্ঞতায় ভাসিয়েছে হৃদয় রেখেছে সচল বহুবার।
বৃক্ষ আমার প্রথম পড়া স্বরব্যঞ্জন কাব্য ছড়া
সুখ দুঃখে শান্ত সাথী বর্ণে গন্ধে মন পাগলপারা।
বৃক্ষ রোপন কর সবাই রাখো হাতে হাত
একটি বৃক্ষে বাঁচবে হাজারও মানুষ দিওনা অজুহাত।