তুমি ঘর চিন ফুল চিন নারীর মন চিন না
আকাশে এত তারা বলতো কোনটা আমার ঠিকানা।
--
গুনা যায় টাকা ধন নয়তো নারীর মন
নদীটাও জানে না সাগরের আয়তন
এতো যে কথা হয় প্রেমে পড়ি দুজন
তবু কেন ভুলে যাই পাখিদের গুঞ্জন।
--
তুমি প্রেম বুঝ প্রেমিকা বুঝ নারীর আবেগ বুঝ না
এতো যে ফুল ফোটে বাগানে রোজ
বলতো আমার প্ৰিয় কোনটা।
---
কুয়াশা যায় না ধরা শীতের অনুভব ছাড়া
পুড়ে গেলে ধোঁয়া উঠে মনে থাকে শুধু গন্ধটা
চোখ যদি কারো সুন্দর হয় তাতেও পড়ে ক’ফোটা বিরহের জল
ভালোবেসে বুঝে নিও হৃদয়ের ভাষা
প্রেমিক আবার কেন পুরুষ হয়।
--
তুমি হাত চিন মুখ চিন চোখের ভাষা চিন না
এতো যে মেঘ আকাশ ভরা
বলতো কোনটা আমি বৃষ্টির ফোঁটা।
--
ভেঙে গেলেও গুঁড়ো গুঁড়ো পাঁজরের হার
তোমাকে করবো রোজ প্রতি প্রহরে আমি আবদার।