সাজাইলাম বৃন্দাবন কৃষ্ণ আসবে বলে
মন আমার ভক্ত সেজে রাধে রাধে বলে
বল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে।

বৌদি আগে দাদা পিছে সাথে গৌর নিতাই
কৃষ্ণ কৃষ্ণ বলি সাথে আমরাও সবাই
বল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে।

মনে থাকলে ভক্তি পাবে মুক্তি জীবেরই তরে
বাবা মায়ের করলে সেবা ভগবান থাকে ঘরে
বল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে।

জন্ম হইল কর্ম গুনে দেখতে সবাই মানুষ
ডাকলে ভগবান যায়না সম্মান বাড়ে যে হুশ
বল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে।

কালা ধলা জাত-বেজাত সবই তার সৃষ্টি
নেই ভেদাভেদ বললে সবাই রাধেরাধে হরি হরি
বল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে।


কবিতা : বল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ
              কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে
লেখক : অপূর্ব দাস