বলি ভাই,ব্যবসা কোথায়?
রোজ পথে আসি যাই
কাস্টমার দেশে নাই
দোকান খুলে বসে শুধু চা বিড়ি খাই।
বলি ভাই,ব্যবসা কোথায়?

বলি ভাই,ব্যবসা কোথায়?
ঘুমাই জিমাই আর মোবাইল টিপি
কথার পিঠে কথা কাটছাট করি
থুতনিত ধরে ভাবি কেমনে হবে কি?
ভাল হবে কবে ভাই দেশের পরিস্থিতি।
বলি ভাই,ব্যবসা কোথায়?

বলি ভাই,ব্যবসা কোথায়?
বেঁচি কম খায় বেশি পুঁজি যাচ্ছে কমে
ব্যাংকে গেলে টাকা নাই চান্দি গরম  শুনে
শরীল বাইয়া ঘাম পড়ে সদাই পাতির দামে
ফেইসবুক বইরা গেছে দোকানে দোকানে।
বলি ভাই,ব্যবসা কোথায়?

কাস্টমারের ইস্টিমার আসে না তো তীরে
চিন্তায় পড়ে মহাজন মাটিত বইসা পড়ে
হাওয়া খাইয়া পুলা উড়ে মটর বাইকে করে
কাইন্দা কাইট্টা কইবো কারে ব্যবসা খাইছে ভূতে।
বলি ভাই,ব্যবসা কোথায়?


লোন কইরা মাল আনছি বাপের ট্যাকা না
পাওনাদারের ফোনের চাপে ঘুমাইতে পারি না
গিন্নি কয় এটা ওটা পুলায় কয় বই খাতা
মায় কয় ডাক্তার দেখা কই পামু এত ট্যাকা
বলি ভাই,ব্যবসা কোথায়?


পাল্টি খাইয়া দেশ এখন আইটকা গ্যাছে গতি
ধাক্কা খাইয়া হইছে এমন ব্যবসার পরিস্থিতি
শুকায় গ্যাছে গলার পানি ঋণে জরজর
টাসকি খাইয়া পইড়া যামু আমায় একটু ধর
বলি ভাই,ব্যবসা কোথায়?
বলি ভাই,ব্যবসা কোথায়?