বৈশাখ আসবে বৈশাখের মত
/////+++++/////+++++////+++////

তোমার সারামুখ ঠোঁটে ঘামের বিন্দুবিন্দু দাগ
বুঝে গেছি আমি আবার এসেছে নতুন বৈশাখ
পুরনো বছরের কথা পুরাতন সুখ দুঃখ রাগ
তোমার আমার মাঝে এখনো একটু একটু থাক।
ধুয়ে ফেললে মুছে ফেললে সব জ্বালাতন স্মৃতি
৪৭,৫২,৭১ আসবে ফিরে বারবার কি?

এসো আবার দগ্ধ হই দুজন নতুন রোদে,
তরমুজের ফালির মত তোমার টকটকে লাল গালে আঁকি বৈশাখী নাম।
মেলায় গিয়ে দেখে আসি চল
চিনি গুড়ের হাতি ঘোড়া, খৈ মুড়ি জিলাপি
ডাক ঢোল বাজবে তালে সাথে পাতার বাঁশি

কারো ঘরে বৈশাখ আজ কারো ঘরে চৈত্র সংক্রান্তি
শত বছরের পুরনো রীতি কেন ভেঙে দিল বাঙালিজাতি?
বাঙতে বাঙতে ভেঙে গেল যে দেশ
ধার্মিকের চেয়ে বেশি এখন অধার্মিকের বেশ।
বাঙালি আছে বাঙালি থাকবে, তার চেতনা মন মগজে থেকে যাবে বৈশাখী রেশ।
চৈত্র সংক্রান্তি আর পৈহেলা বৈশাখ
ভাগ হল কোন কালবৈশাখী ঝড়ে
আমার বাংলাদেশ!

আমি আজও একশ বছরের পুরোনো কবিতা গান নতুন করে আবৃত্তি করি, গাই
বাবাকে বাবা, মাকে মা মৃত্তিকাকে মাটি সুধাই।
সাগরের ঢেউয়ে খুঁজিনা নদীর জলের গন্ধ
বৈশাখ আসবে বৈশাখের মত, বৃষ্টি অফুরন্ত!

কবিতা : বৈশাখ আসবে বৈশাখের মত
লেখক : অপূর্ব দাস