বিয়ে আমার নয় গো পেশা
বিয়ে আমার নেশা
সোনি বৃথি ছাইড়া এখন
কাছে আছে এষা।

একটা বিয়ে হয় না কারো
আমার হল নয়টা
গত বছর ছাইড়া দিলাম
মাহি কনা বর্ষা।

বছর বছর বিয়ে করি
তিন চারেক পরী
কয়েক মাস পর তালাক দিয়ে
বলি শুধু,সরি।

কেউ বদলায় বাড়ি মোবাইল
কেউ বদলায় গাড়ি
আমার শখ বিয়ে করা
সুন্দর সুশ্রী নারী।

আমার আছে অগাধ টাকা
সুনাম খ্যাতি সবই
কি হবে আর থাকলে আমার
চার পাঁচখান বিবি!

বিয়ে আমার নয় গো পেশা
বিয়ে আমার নেশা
এ বছরও করছি বিয়ে
সানিলিওন, রেখা!

দাওয়াত নিয়েন সবাই আমার
আসেন যদি বাড়ি
বলা যায় না পছন্দ হলে
কাউকে বিয়েও করতে পারি!

রম্য কবিতা : বিয়ে আমার নয় গো পেশা
লেখক : অপূর্ব দাস