ফুল চন্দন পুষ্প আসন সাজাইয়া আমার ঘরে
ভগবান তোমারে ডাকি আমি মাটির গড়া মূর্তিতে
তুমি দয়া করে আসো প্রভু আমারও ঘরে
ভগবান তোমারে ডাকি আমি মাটির গড়া মূর্তিতে।
নাপড়িয়া মন্ত্র বেদ তোমায় ডাকি মন মন্দিরে
তীর্থপূজা করে দেখি তুমি আমার আছো অন্তরে
জাগাইলে জাগি আমি নইলে থাকি বিভোর ঘুমে
ভগবান তোমারে ডাকি আমি মাটির গড়া মূর্তিতে।
জীবের মাঝে মানুষ বড় মাতাপিতার পরে গুরুজন
তোমার স্থান সবার উপর নিরাকার অদ্বিতীয় ঈশ্বর
বোকা মানুষ তোমায় নিয়ে দ্বন্দ্ব করে
পরস্পর
ভগবান তোমারে ডাকি আমি মাটির গড়া মূর্তিতে।
মাতৃদুগ্ধে শিশু বাঁচে প্রেমিক বাঁচে নারীর প্রেমেরে
একজনমের পাপ কি তবে আরেক জনম হাটে-রে?
সুখের আশা করে মানুষ দেয় বৈতরণী পাড়িরে
ভগবান তোমারে ডাকি আমি মাটির গড়া মূর্তিতে।