বহুদিন পর মেনে নিয়েছি মনের শর্ত
শব্দ ভেঙে খুঁজছি শব্দের অর্থ
ছুঁই না তোমার নশ্বর শরীরে
আমার কবিতাগুলো অমর হয়ে থাক শব্দগুলোর মাঝে
মানুষ যেন মনে রাখে, সময়ের অমর স্বাক্ষর
ভালোবাসার ভাষা,ভুল প্রেমের এক্সপেরিমেন্ট,
তোমার পরিপাটি চোখের শৈলী, নতুন ছাঁচের কবিতা।
আমাকে যেন অনুবাদ করতে পার তুমি গভীরভাবে
অসুস্থ সূর্যের আলোকহীন রাতে।

মনে রেখো, বুক খালি করে ছেড়ে যাওয়া ভালোবাসা কভু মরে না, উল্টো দাঁড়িয়ে থাকে হৃদয়ে বেহায়ার মত। অসুস্থ করে তুলে মনের উৎসব।

তুমি চাইলেই আমার প্রেমে ঢুকতে পার  মহামারির মত
অসুখী করে তুলতে পার আমার সর্বঅঙ্গ
আমি একেবারেই যৎসামান্য উপেক্ষিত ফুল
তোমার ভালোবাসার উস্কানি পেলে
বুকের বই আর কলমের সাথে থেকে যাবো আমরণ, প্রেমের দাসত্বে হব মুগ্ধ
থাকবে না তোমার অভাব প্রতিদিন

তোমার হৃদয়ে বসার জন্য আমি গাছ হয়ে বসে আছি
তুমি পাখি হয়ে ডাক দিয়ে যাও।

কবিতা : ভালোবাসার উস্কানিতে
লেখক : অপূর্ব দাস