ফুরিয়ে যাচ্ছে চোখের জল ক্ষীণ হচ্ছে দৃষ্টি
তোমরা এখন কোথায় থাকো, ভালোবাসার বৃষ্টি?
সাজতে যখন চোখেরতলে লাগতো তোমায় বেশ
বর্ষার জল গাছে পড়লে যেমন পাতায় থাকে রেশ
আকাশ দেখাতে পারেনি কালো যতটা দেখেছি তোমার কালোকেশ
ফুলের গন্ধ শুকতে যাবো ঠোঁটে তুমি পাঁপড়ি হ'য়ে ঝড়ে গেলে নিরুদ্দেশ।
হারিয়ে যাচ্ছে বয়স আমার লিখি না আর চিঠি
জিন্স পকেটে রেখেছি আজো তোমার প্রেমপত্র দুটি
সাক্ষী ছিল পাহাড়চূড়া ঝিলের জল আর মাটি
তোমার ভেতর সকাল-সন্ধ্যা আমি ছিলেম মোমের বাতি
ভালোবাসার জন্যই তো আজো তোমার আমার সৃষ্টি
তোমরা এখন কোথায় থাকো, ভালোবাসার বৃষ্টি?
সকালবেলা বাতাস আসে নিঃশ্বাস আসে যেমন
ফুলের মত গন্ধ ভাসে নাকে তোমার দেহের মতন
দূরে থাকো, ভালো থেকো, একলা থেকো না
একলা মানুষ শ্মশানে কবরে থাকে মানুষে থাকে না
সেই যে তাকালে মুখে ভাসে শুধু নয়নভরা তোমার জলের নেত্রটি
তোমরা এখন কোথায় থাকো, ভালোবাসার প্রথম বৃষ্টি?
কবিতা : ভালোবাসার প্রথম বৃষ্টি
লেখক : অপূর্ব দাস