মানুষের ভাগ্য যদি পড়া যেত কবিতার মত
তবে তোমার সাথে প্রেম হবে কি হবে না
আগেই জানা যেত।
তোমার ভেতর কতটুকু রাগ দুঃখ অভিমান
আমার চেয়ে বেশি নাকি সমানে সমান
সেও মাপা যেত মাদুরে পেতে রাত
হাতের তালুতে রেখে ফুল আর চাঁদ!
কতটুকু ঘুম নিয়ে জেগে উঠে পাখি
বৃক্ষ জানে আর জানে অন্তর্যামী
কার হৃদয়ে প্রেম কম আর বেশি
বিজ্ঞান জানে না ভালোবাসা হালকা না ভারি।
ভালোবাসার ভাগ্যফল সেই বলতে পারে
অন্তর দিয়ে ভালোবেসে যে অন্তরে রাখে
আমারে তুমি ভাগ্য নয় পূর্ণ হৃদয়ে দিও স্হান
সারাজীবন তোমার বুকে হবে আমার কবরস্হান।
কবিতা : ভালোবাসার ভাগ্যফল
লেখক : অপূর্ব দাস