এ বছর ভালোবাসা আবাদ করলাম বুকে
উথলে উঠলো প্রেম সর্ব অঙ্গে অঙ্গে
সদা যুগলরূপে উদয় হলো প্রণয়
তোমার দরশনে
শীতের চিবুক ধরে দেখি
লাজুক মুখ অনুরাগে সিক্ত
চঞ্চল চিত্তে চন্দন মেখে ভাবি
বুকের বৃন্দাবনে তুমিই বটবৃক্ষ
পাঁজরে স্বর্ণলতার ঝাড়
ভেবে স্বস্তি পাই দেহ মনে
মুমূর্ষু হৃদয় বাঁচাতে
তোমাকেই পাশে দরকার
তবেই না প্রেমে প্রেমে ভরে উঠবে প্রেমউদ্যান
বুকের মাটি সহ্য করে নিতে পারবে
তোমার বিরহ -চিহ্ন, বেদনার বিষাক্ত ফণা
আমি হিয়ার মাঝে ডুব দিয়ে তখন
ঘন্টা বাজাবো জোড়ে
একটি মুমূর্ষু হৃদয় বাঁচাতে
হৃদয়বান রমণীর প্রয়োজন
শুধু ভালোবাসার আবাদ চলছে
সারাজীবন চাই নিরপেক্ষ নির্মল আলিঙ্গন।

কবিতা :ভালোবাসার আবাদ চলছে
লেখক : অপূর্ব দাস