প্রেমেতে হইলে ভুল হৃদয়ে গন্ডগোল
কেউ কাঁদে কেউ পাগল কেউবা হয় হরিবোল।
ভালোবাসা মানে তুই আর আমি আধা আধা পাগল ।
স্বাদ ছিল তোর মনের ভিতর খুঁজতে যাবো সাতকাহন
মাতাল হয়ে পড়ে ছিলাম ট্রেন ছেড়েছে ইস্টিশন
ভালোবাসা রাগ করিলে গোপন কি রয় প্রেমের ছল
ভালোবাসা মানে তুই আর আমি আধা আধা পাগল ।
সাপ খেলিছে পদ্ম পাতায় ব্যাঙ করে আলাপন
বৃষ্টি এলো তোর বাড়ি ভিজে আমার ঘরের ছন
রাগ করে বলছে সখী ডুইবা মর তুই পানিরতল
ভালোবাসা মানে তুই আর আমি আধা আধা পাগল ।
বিকালের গন্ধ রোদ আজ আবার সন্ধ্যা হোক
মন পাগলে কাঁদে বসে হারাইলি তোর কানের দুল
কৃষ্ণ বলে রাধা তুমি আর ফেলোনা চোখের জল
ভালোবাসা মানে তুই আর আমি আধা আধা পাগল ।
লাগিলে পিরিতের আঠা
হৃদয় খেলে জোয়ার ভাটা
ডুব দিয়া মন জল খায় বসে
সাগর ঝর্ণা পাহাড় লেকে
প্রেমে বিভোর হইলে পড়ে মানুষ ভাবে আমায় পাগল ।
ভালোবাসা মানে তুই আর আমি আধা আধা পাগল ।