দেখা হবে ঠিকই বন্ধু মনে যদি থাকে
হৃদয়ের স্লোগানে পৃথিবীর কোনো বাঁকে
বাড়ছে বাড়ুক হৃদয়ে গন্ডগোল
ঘড়ির কাটায় সেকেন্ড মিনিট ভুল
পারলে খবর একটু নিও
আমি আজীবন তোমার শ্রোতা
ভুলে গেছি রেডিও।

ভালোবাসা কেমন যেন মনে মনে লাগে স্বাদ
শরীর ঠোঁট ধরতে গেলেই ভেতরে বরবাদ।

আজও তোমার চুলের সুভাষ পাই বিকালে
ভেসে আসে গন্ধ নদীর জোয়ারে
কত কথা ভুলে যাই আমি
তুমি শুধু থাক আমার মনের দুয়ারে।

তারপর এও জানি
তোমার খোঁপায় রবে ফুলের গন্ধখানি
হৃদয়ের ভাষা কয়জনই বা জানে
ভালোবাসা তবু আজও
তোমায় কাছে টানে।


কবিতা : ভালোবাসা কেমন যেন মনে মনে লাগে স্বাদ
লেখক : অপূর্ব দাস