এলোমেলো চুল দুলছে বাতাসে
রোদ এসে বসেছে আরও খুব কাছে
চেনা চেনা লাগছে খুব যেন তাকে
দেখেছি কোথায় আরও যেন আগে।
পরনে শাড়িটা ঠিক যেন সেই নারীটা
যার লাগি আমি ছিলাম এতটা অবুঝ
ভালোবাসি এ কথাটি বলিনি আজও
তার মনে ছিলাম আমি,পাইনি সে খুঁজ
হৃদয়ের গহীনে থাকে আর কজনে
সব কি বলা যায়,কিছু থাকে গোপনে
ভালোবাসা হৃদয়ের ঝলসানো জিনিস
চাইলেই যায় না কেনা তা বাকি নগদে
চোখের কাজল আজও যেন সচল
হাসির ফাঁকে নয়ন ফেলছে পলক
কথার বাঁকে কথা উঠছে মুখে বলক
মনের ঘরে খেলছে আলোছায়া প্রেমের ঝলক।
এতদিন পাইনি কেন তোমার দেখা
জানতে চাওনি সুখদুখের কিছু খবর
যতটা আপন তুমি এ হৃদয়ের কাছে
হোক না যতই দামি স্বর্ণমিনার শহর।
তোমার আমার এই যে সুখের প্রহর
আর জানি কবে আসে, উঠবে ভোর
বয়স বেড়েছে,দেখিনি তোমায় প্রায়, হবে ত্রিশ
ভালোবাসা হৃদয়ের ঝলসানো জিনিস
কবিতা : ভালোবাসা হৃদয়ের ঝলসানো জিনিস
লেখক : অপূর্ব দাস