ভালো থেকো আমার গোলাপ
ভালো থেকো বোকা বোকা মন
তোমার জন্য ছেড়েছি বাড়ি
রাজপথে চলছে অনশন।

ভালো থেকো পথের পাখি
ভালো থেকো সূর্যের চোখ
ভোরের কাছে একটাই দাবি
মানুষগুলো সুন্দর হোক।

ভালো থেকো নদীর জল
ভালো থেকো সোনালী ফসল
ভালো থেকো কাঠ ফাটা রোদ
ঘামে ভেজা পিতার মাসল
ভালো থেকো ভালো থেকো।

ভালো থেকো বনলতা সেন
ভালো থেকো সুরঞ্জনা
ভালো থেকো বৃক্ষের ফুল
ভালো থেকো চিঠির পাতা।

ভালো থেকো হৃদয়ের আর্তি
ভালো থেকো মনখারাপের রাত
ভালো থেকো হলুদ বাড়ি
সিঁড়িতে প্রজাপতি হাত
ভালো থেকো ভালো থেকো।

ভালো থেকো প্রিয়তমা
ভালো থেকো মায়ার বাঁধন
ভালো থেকো অসমাপ্ত কবিতা
বেওয়ারিশ লাশের স্বজন।

ভালো থেকো মূর্খের দল
ভালো থেকো মায়ের আঁচল
ভালো থেকো সোহাগ আদর
ঘুনে ধরা বিষন্ন শহর
ভালো থেকো ভালো থেকো।

ভালো থেকো মাটির পুতুল
ভালো থেকো কাফনের কাপড়
ভালো থেকো গল্পের কঙ্কাল
ভালো থেকো যুবক কিশোর
ভালো থেকো ভালো থেকো।

ভালো থেকো বিষন্ন শ্রাবণ
ভালো থেকো বৃষ্টির মন
ভালো থেকো নষ্ট মেয়ে
ভালো থেকো কাজল নয়ন।

ভালো থেকো হাতে বই খাতা
ভালো থেকো রাতের চাঁদ তারা
ভালো থেকো পিতার আদেশ
ভালো থেকো বুকে ভালোবাসা।

ভালো থেকো গোধূলি বেলা
ভালো থেকো বইমেলা
ভালো থেকো নারীর মন
ভালো থেকো বুকের ব্যথা
ভালো থেকো ভালো থেকো।