ভালোবেসে তোমায় সখি
হৃদয় করলাম প্রেমে বিষ
বাঁচার জন্য তোমাকে চাই, এই ঝঞ্ঝালে
মানুষ গলায় পড়ে যেমন মাদুলি তাবিজ।
যতটুকু ভালবাসি তাও মনে হয় কম
বাঁচার জন্য তোমাকেই চাই, এই করোনা কালে
যতদিন দেহের ভেতর আছে দম।
আঙুলের থাবায় রেখেছি হৃদয়কে করে মুঠে
জানি ওখানেই আছো তুমি
হাতের পাঞ্জায় নিরাপদে
ঘুম ভেঙে তাই তোমার কথায় প্রথম আসে ঠোঁটে।
আজ বাসিও ভাল তুমি
যেটুকু চায় তোমার মন
আমি ভেতরে বাহিরে আছি ভাল
তুমি রেখেছো যেমন।
এই দ্রব্যমূল্যের বাজারে
একমাত্র তুমিই সাধারন
বাঁচার জন্য আজ আমার
তোমাকেই প্রয়োজন।