আসবে যাবে চান্দের আলো বন্ধু
তুমি আসবা কবে
চান্দের বয়স ঠিকই রবে
আমার বয়স যাবে মরে।
চান্দে না বুঝে আমার
মনের কোথায় ব্যথা
স্মৃতিতে উৎলাইয়া উঠে
আমার প্রানবন্ধুর কথা।

শয়নে স্বপনে আমি
পাইনা আর দিক
কথা ছিল চান্দের আলোয়
আমরা ভিজবো দুজন ঠিক!
চান্দে আসে সময় করে তুমি আস না
মনের উঠোন কালো করে ফর্সা জোস্না


চান্দেরে ডাকিলাম ঘরে
সে কি কথা শুনবে
বাহিরে সে দেয় আলো
দেখি দুই নয়নে
আলো দেখে হইলো মনে একি ছলছল
আনন্দে আসিলো চোখে  দু'ফোঁটা জল
ভাল থেকো বন্ধু আমার চান্দের আয়ু লইয়া
তোমারে ভালোবাসি বলে আজও
সব যাচ্ছি আমি সইয়া।