বাবা আমিও বুঝে গেছি তোমার মতো সংসার
পাঁজরে পাথর ভেঙে দেখছি চাঁদের ভার
বাবা আমিও শিখে গেছি বন্ধুত্ব আত্মীয় বিস্তার
দেহের মাপে স্বর্ণ নয় করি বাজার রূপ দস্তার।
বাবা আমিও পদ্য পাতায় খিচুড়ি খাই
কলম বই খাতা কিনি দিস্তার
সংসার চললেও জীবন চালানো ভার
সঞ্চয় নেই কিছুই, ভগবান দেয় না নিস্তার
বাবা আমিও বুঝে গেছি তোমার মতো সংসার।
বাবা আমিও বাবা হয়েছি তোমার বৌমা মা
ছেলে মেয়ে সংসার আমাকে গুছাতেই
লুকিয়ে ফেলেছে তার জীবনের সুখ প্রতিভা
নিত্য নাগর দোলার মতো শুধু দোলে
চাঁদ সূর্য যেমন নিয়ম করেই উঠে
তার বুকে কড়া নাড়লেই বজ্র বিদ্যুৎ
ধান ক্ষেতে বৃষ্টি বর্ষার
বাবা আমিও বুঝে গেছি তোমার মতো সংসার।
বাবা আমিও হাঁটছি তোমার গন্তব্যে
ঐ তো দেখা যায় বিশাল বট গাছ
আমি আজ ক্লান্ত - বিষণ ক্লান্ত
তোমার বটপাতা হাতের একটু শান্তি শাসন
ভালোবাসা আবারও দরকার
দরজার কপাটটা একটু লাগিয়ে দেও তো
আবারও ভেঙে গেছে ফ্রেম গ্লাস মাইনাস
টু পয়েন্ট ফাইব চশমাটার
বাবা আমিও বুঝে গেছি তোমার মতো সংসার।
কবিতা : বাবা আমিও বুঝে গেছি সংসার
লেখক : অপূর্ব দাস