আসবোনা বলে কি হারিয়ে গিয়েছি?
তুমি খোঁজলেই তো আমি চলে আসি।
আসবোনা বলে কি তোমায় ভালোবাসবো না বলেছি?
তুমি বাসলেই তো আমি ভালোবাসি।
আসবোনা বলে কি সাগর গভীরে ডুব দেবে তুমি?
তুমি একটু সাঁতার দিলেই তো আমি পাড়ে ভাসি।
আসবোনা বলে কি পালিয়ে থাকবে তুমি?
তুমি সাহস দিলেই তো আমি বায়ান্নটা হুলিয়া ভাঙি।
আমি আসবোনা বলে কি চুল বাঁধবে না তুমি?
পাখিদের বলে গেছি তোমায় দিতে
কিছু গন্ধ গোলাপ বেলি।
আসবোনা বলে কি আকাশে চাঁদ উঠবে না?
তোমায় ভেবে দুয়েকটা কথা, প্রেমের কাব্য লিখবো না।
আমি আসবোনা বলে কি বসন্তে ফুল ফোটবে না?
তোমার চুলে ফুলের গন্ধ সারা দুপুর থাকবে না।
আসবোনা বলে কি তোমার অভাব বোধ করবো না?
অযত্ন অবহেলায় ফেলে রাখবে এতকাল।
আসবোনা বলে কি ঘর বাঁধবো না বলেছি?
তুমি সাজলেই তো আমি বর বেশে আসি।