কি সুন্দর মনোহর মনোরমা তুমি
আমার হৃদয় হরন করা মৃগ হরিণী
কি সুন্দর ,কি সুন্দর তুমি
আমার জীবনের অর্ধাঙ্গিনী।
তৃষ্ণা জেগেছে প্রাণে তব চরণ চুমি
একুশ আঠারোতে ফিরে যাই আমি
তুমি ছিলে কবরী আমি ফুলো মালা
শরতের ভাঁজে ভাঁজে শুভ্র ললিতা
চোখে লাজ সে তো আজ তুলেছে প্রেমের ফণী।
ভালোবাসায় লেগেছে দারুণ আগুন
মনের দুয়ারে বসে ভ্রমর দেখছে ফাগুন
চুপিচুপি প্রেম এসে বললো দ্রোহে
তুমি আমি মিলে গেছি হৃদয় মোহে
তোমার রূপের কাছে হেরেছে হীরা মনি।
নূপুরের শব্দ বেজে চলে ছমছম
মেঘে কিছু তুলে রাখো কেশের রঙ
পুড়া মন মানে না শুনে না কোনো বারণ
উষ্ঠ অধরে তোমার আমার জীবন মরণ
ঢেউ তুলে হৃদয়ে তোমার দেহের ধ্বনি।