ভীষণ কষ্ট নিয়ে দাঁড়িয়ে ছিলাম কালও
তুমি আসবে বলে নিভে গেল সন্ধ্যারও  আলো
মৃতের কাছে চলে যাওয়াই ছিল অনেক ভালো
গতকালও দেখেছি তাকে দুচোখ ধূলোয় ডেকেছিল।

এ শহরে সহস্র লোক চেনে আলো চিরকালই
হৃদয় নিয়ে খেলবে কখন বিষাদ গিলে বারমাসই
নীরবতার পিঠে চাবুকের ক্ষত বোনা
প্রেমের রঙিন কথা ভুলে পড়ে হয় নোনা।

উড়ছে ফড়িং, শরতে পুজোয় বাজবে বাঁশি
ব্যথার পাশে তোমার ভালোবাসা
আজও আমি রাখি বারমাসই
জানি চিরকালই পাবো যন্ত্রণা,
পুড়ছে স্মৃতি আশ্বিনের রোদে
আঙুল নোঙর ফেলছে চাঁদের গালে
আজও আবেগে হৃদয় আমার
বৃষ্টির মত শুধুই কাঁদে।


কবিতা : আঙুল নোঙর ফেলছে চাঁদের গালে
লেখক : অপূর্ব দাস