গন্ধফুল চিনে সাপুরি সাপ
সুন্দর গতরে জন্মেছে অভিশাপ
ঈশ্বর আমায় কেন মানুষ বানালে?
আপনি না এসে কেন অবতার পাঠালে?
কেড়ে নিল বেদ, কিতাব নিতে পারেনি জ্ঞান, আয়ু
ধীরে ধীরে স্পষ্ট হল মুখোশ পড়া মানুষগুলু
পুড়তে গেলে কাষ্টে চিতা
বলে কি কেউ বংশ না শবদাহ?
আগুন চিনে না রক্ত, বর্ণ
সব পুড়াই তো ভয়াবহ!
কাঁদিতেছে ঈশ্বর আজ! বৃষ্টি নেই মাঠে
পাপে বোজায় বিবেক চৈতন্য
নোংরা কথা হাটে সুন্দরের ঠোঁটে
চোখের ভেতর নির্ঘুম ভোর
বসে থাকি পাখির মত ডালে
ঘৃণা অবহেলা থাক কাছাকাছি
ঈশ্বর আসবে সকালে!
এই বসন্তের চাঁদ লিখে যাবে ভাগ্যকে চিঠি
কবরে নয়তো আগুনেরতলে
শুনবো আজও কিছু মানুষের করতালি।
বিরহ চিরকালই অনিদ্রায় জেগে থাকে ঠায়
তুমি জেগে থাকলে আমিও হাঁটি বারান্দায়
স্তূপ স্তূপ নিন্দা কথা বোবাও জমায় ঠোঁটে
অন্ধকে আলো ঠকায় টিপসই ভোটে।
কবিতা : অন্ধকে আলো ঠকায় টিপসই ভোটে
লেখক : অপূর্ব দাস