আমি নাকি ভাল না গো
বলছো লোকে লোকে
তোমার কেন পরান কাঁদে
আমার মনের আগে
তাইলে তোমার কেন পরান কাঁদে
আমার মনের আগে
কত বলি ছাড় ছাড় ছাড়লা তুমি কই
আমি যদি তোমার মনের মত না হই
আইবাও না যাইবাও না
পথে বানবা দড়ি
আমরা দুজন একই ঘরে
কেমনে সংসার করি
নিজে ভালা হইলে পরে সবই ভালা লাগে
আমি নাকি ভাল না গো
বলছো লোকে লোকে
তোমার কেন পরান কাঁদে
আমার মনের আগে।
লোকে আমায় ভাল বলে
কেউ বলে না মন্দ
তুমি শুধু আমার চোখে
খোঁজ সন্দেহ
তোমার চেয়ে ভাল লাগে এখন বিরহ
আমি নাকি ভাল না গো
বলছো লোকে লোকে
তোমার কেন পরান কাঁদে
আমার মনের আগে।
কবিতা : আমি নাকি ভাল না গো
রচনায় : অপূর্ব দাস