ধ্বংস হোক তোমার হৃদয়ের অসুখ
ধ্বংস হোক তোমার মনের পালিত শোক
ধ্বংস হোক তোমার চোখের অতি বৃষ্টি
আমি যেন তোমার ভিতরে বাহিরে কাটাতে পারি দিন রাত্রি।
ধ্বংস হোক তোমার বিরহ লগন
ধ্বংস হোক তোমার সন্দেহ দ্বিধা মন
ধ্বংস হোক তোমার শত্রুর পাঁজর ঘাঁটি
আমি যেন তোমার চোখের বারান্দায়
সুগন্ধি হয়ে হাঁটি।
ধ্বংস হোক তোমার মানুষের ভেদ
ধ্বংস হোক তোমার পরনিন্দা খেদ
ধ্বংস হোক তোমার রাগ এই শীতে
আমি যেন কবিতা হয়ে থাকি তোমার শাড়িতে।
ধ্বংস হোক তোমার ললাটের ঘাম
ধ্বংস হোক তোমার ভুল আচরণ, স্বভাব
ধ্বংস হোক তোমার পথের ঝঞ্ঝাট
পূর্ণ থাক মাটির হাঁড়ি
আমি যেন তোমার পায়ে আলতা হয়ে চিরদিনই থাকি।